শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মহান বিজয় দিবসে লর্ডহার্ডিঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।। লালমোহন বিডিনিউজ
মহান বিজয় দিবসে লর্ডহার্ডিঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জে র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ (সাবেক) এর আয়োজনে ইউনিয়নের আনন্দ বাজার স্কুল মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকালে বর্ণাঢ্য র্যালী বের করে সংগঠনটি। র্যালীটি লর্ডহার্ডিঞ্জ বাজারের বিভিন্ন স্থানে প্রদিক্ষণ শেষে আনন্দ বাজারে গিয়ে শেষ হয়। পরে এদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসেন জুলহাস প্রমূখ।
পরে স্কুল মাঠে দেশ ও মাটি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশন করে শিল্পীরা।