বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বিজয়ের মাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।। লালমোহন বিডিনিউজ
বিজয়ের মাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনজুর রহমান,লালমোহনঃ ‘মানব সেবাই এগিয়ে যাই রক্তদানে হাত বাড়াই ’এই স্লােগানে ভোলার লালমোহনে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাক্স বিতরন কার্যক্রম পরিচালনা করেছে রক্তদানের অপেক্ষায় লালমোহন নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এ সময় বিনামূল্যে ৪০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং মাক্স বিতরন এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন- রক্তদানের অপেক্ষায় লালমোহন সংগঠনের উপদেষ্টা ওমর হাওলাদার,প্রতিষ্ঠাতা পরিচালক মোঃসোহেল রানা,সভাপতি মোঃ ফিরোজ,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ইমন, সহ সভাপতি সোহেল সর্দারসহ সংগঠন এর সকল সদস্যবৃন্দ।
এর আগেও মহামারী করোনায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে লালমোহন উপজেলা বিভিন্ন স্থানে বিনামূল্যে মাক্স বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি।