বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ ঢাকায় পোঁছানোর পরই জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় নেমেই এ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এর আগে, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সস্ত্রীক তাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দরে তাকে গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
এরপরই বিমানবন্দর থেকেই হেলিকপ্টারযোগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দুপুর পৌনে ১টার দিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
সফরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় রামনাথ কোবিন্দ বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ আয়োজনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন।
ঢাকা সফরের তৃতীয় দিন ১৭ই ডিসেম্বর রাজধানীর রমনা কালীমন্দিরের নতুন ভবন উদ্বোধন করার কথা রয়েছে রামনাথ কোবিন্দের। ওই দিনই ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করা রামনাথ কোবিন্দ।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সফরসঙ্গী হিসেবে আসছেন তার স্ত্রী, কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন এমপি এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছরের ২৬ ও ২৭শে মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের নরেন্দ্র মোদি।