শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমোহনে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মো. নুরে আলম (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মো. নুরে আলম ওই এলাকার হকু বাড়ির মৃত মো. হানিফের ছেলে। নুরে আলমের দুই কন্যা সন্তান রয়েছে।
নুরে আলমের ছোট ভাই মো. হোসেন জানায়, বিয়ের পর থেকে স্ত্রী সন্তান নিয়ে পার্শ্ববর্তী সর্দার বাড়িতে শশুরের পরিবারের সাথে থাকতেন নুরে আলম। তবে আজ (শনিবার) দুপুরে কাজ থেকে ফিরে নিজ বাড়ির উঠোনে বড় ভাইকে দেখতে পান হোসেন।
এসময় বড় ভাইকে খেতে সাধলে আগেই খাবার খেয়ে ফেলেছে বলে জানায় সে। পরে খাবার খেয়ে পুনরায় কাজে বেরিয়ে পড়েন হোসেন।
এদিকে বিকেলে আনুমানিক সাড়ে তিনটার দিকে নুরে আলমকে ঘরের আঢ়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয় হোসেনের মেয়ে।
পরে স্থানীয়রা এসে থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, নুরে আলমের মানসিক সমস্যা থাকায় তাকে ফেলে চট্টগ্রামে চাকরি করতেন তার স্ত্রী। এনিয়ে নুরে আলমের মানসিক সমস্যা আরও বেড়ে যায়।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হবে।