বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তুচ্ছ ঘটনায় পিটিয়ে দিনমজুরের হাত ভেঙে ফেলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে তুচ্ছ ঘটনায় পিটিয়ে দিনমজুরের হাত ভেঙে ফেলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ধানক্ষেত থেকে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে মনির নামে এক দিনমজুরের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দিনমজুর মনির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
মনির জানায়, সকালে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে দেখে পার্শ্ববর্তী বাড়ির কামাল হাঁসের পাল ধানগুলো খেয়ে ফেলছে। একদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ক্ষেতে পানি ধান নষ্ট হয়েছে, অপরদিকে কামালের হাঁসগুলো ধান খেয়ে ফেলছে। তাই হাঁসগুলো তাড়িয়ে দেন তিনি। এসময় হাঁসের দিকে নিজের হাতের কাস্তে ছুঁড়ে মারলে একটি হাঁস আহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাঁসের মালিক কামাল লাঠি দিয়ে মনিরের হাতে আঘাত করলে তার হাতটি ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে কামাল পাওয়া যায়নি। তবে মনিরের সাথে কামালের হট্টগোল হয়েছে বলে স্বীকার করেন কামালের বড় ভাই নুরনবী।
লালমোহন থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।