রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট”র উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে “বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট”র উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট” এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে
রবিবার বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কলমা ইউনিয়ন ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন কাবাডি দল। এতে কালমা ইউনিয়ন কাবাডি দল জয়লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান প্রমুখ।