মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মালবাহী ট্রলির চাপায় স্কুল শিক্ষক নিহত
লালমোহনে মালবাহী ট্রলির চাপায় স্কুল শিক্ষক নিহত
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে মালবাহী ট্রলির চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবর বিকাল ৪ টার দিকে উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুদীপ্ত কুমার মজুমদার (৫০)। সে পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রায়চাঁদ এলাকার বাসিন্দা ।
পূর্ব রমাগঞ্জ প্রধান শিক্ষক জানান, সুদীপ্ত কুমার মজুমদার বিকেল ৪টার দিকে সাইকেল নিয়ে প্রাইবেট পড়াতে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী গাছ বোজায় মালবাহী ট্রলি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারু জ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।