বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এইচএসসি ও সমমান পরীক্ষাঃ লালমোহনে টেবিলে বসছে ১৮৯১ পরীক্ষার্থী।। লালমোহন বিডিনিউজ
এইচএসসি ও সমমান পরীক্ষাঃ লালমোহনে টেবিলে বসছে ১৮৯১ পরীক্ষার্থী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর ভোলার লালমোহনে এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষায় বসছে ১৮৯১জন শিক্ষার্থী।
এরমধ্যে এইচএসসি পরীক্ষায় বসছে ১১৯০জন, আলিম ৫০১জন, কারিগরি ২০০ জন পরীক্ষার্থী।
এবছর লালমোহনের ২টি ভ্যানূ কেন্দ্রসহ মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো, সরকারি শাহবাজপুর কলেজ, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ, ধলীগৌরনগর কলেজ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে মঙ্গলবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাবদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।