মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ।।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ।।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মৎস্য অধিদপ্তরাধীন “সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট” (এসসিএমএফপি) এর আওতায় মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা বাবদ নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগদ চেক ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শুধু মৎস্যজীবী নয়, দেশের সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যোয়নে কাজ করে যাচ্ছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বিগত সরকারের সময়ে দেশের মানুষ কল্পনাও করতে পারেনি।
এদিন উপজেলার বদরপুর, ধলীগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫৩ জন মৎস্যজীবীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে ও লালমোহন এসডিএফ’র ক্লাস্টার অফিসার লাভলু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমূখ।