সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
মহামারী করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৯১জন এইচএসসি পরীক্ষার্থী ফাইজারের টিকা পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।