রবিবার, ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ওয়ারেন্টভূক্ত আট আসামি গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ওয়ারেন্টভূক্ত আট আসামি গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ওয়ারেন্টভূক্ত ৮আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
শনিবার রাত্রিকালীন বিশেষ অভিযানে তাদেরকে উপজেলার ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নন জিআর ৫৪/২১ মামলায় ওয়ারেন্টভূক্ত বাদশা মিয়া, রাজিব, রোকেয়া ও হাসান। তারা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড, কিশোরগঞ্জ গ্রামের বাসিন্দা এবং সিআর ১৪৭/২০ মামলায় ওয়ারেন্টভূক্ত রাহেলা বেগম, পারভেজ, মো. শাহিন, বেলায়েত হোসেন। তারা বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের বাসিন্দা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রাত্রিকালীন বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৮আসামীকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।