বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে অন্যের পাওনা টাকা আদায় করতে গিয়ে সদর বাজারের এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েতের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে বাজারের মেসার্স মনসুর ট্রেডার্সের মালিক মো. আকবর হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে।
বিকেলে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে আকবর জানান, তারই পার্শ্ববর্তী ব্যবসায়ী মায়া ট্রেডার্সের মালিক মো. কাজলের সাথে ব্যবসায়ীক লেনদেন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় আকবরের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা পাওনা হয় কাজল। বৃহস্পতিবার দুপুরে আকবরের দোকানে গিয়ে ওই টাকা দাবি করে শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েত। এসময় কাজলের পাওনা টাকা কাজলকে ব্যতিত অন্য কাউকে দেয়া হবেনা জানালে আকবরের উপর অতর্কিত হামলা করে শহিদুল ইসলাম ঝন্টু।
এ বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েত বলেন, কাজল তার শ্যালক এবং কাজলের কাছে টাকা পেতেন তিনি। এদিকে ওই টাকা ফেরত দিতে আকবরকে দেখিয়ে রেখেছিল কাজল। তাই কাজলের পাওনা টাকা চাইতে আকবরের কাছে গেলে দূর্ব্যবহার করে সে। তবে তাকে মারধরের মত কোনও ঘটনা ঘটেনি।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে ব্যবসায়ী সমিতিতেও অভিযোগ করেছেন ভূক্তভোগী মো. আকবর হোসেন।