রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলাধীন চরভূতা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসা”র ২০২১ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাও. মো. মতিউল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার বিষয়ে দিক নির্দেশনা মূলক রাখেন সহকারী সুপার মাও. মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও মাও. হেলাল উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় ২০২১ সালের বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসার শিক্ষার্থীসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. সালাউদ্দিন।