সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ৪২পিস ইয়াবাসহ মো. বাবলু (৩০) নামে চিহ্নিত এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেলে দিকে পৌরসভা ৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বাবলু পৌরসভা ৫নং ওয়ার্ডের মো. কামালের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা ৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. বাবলু কে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটক বাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।