মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » বাচ্চু চৌধুরী সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন সম্পাদক মনপুরা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
বাচ্চু চৌধুরী সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন সম্পাদক মনপুরা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল, মনপুরা :সারা দেশের ন্যায় ভোলা জেলার মনপুরা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। মনপুরা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মোঃ গোলান নবী আলমগীর মিয়া। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক মিয়া, যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক।
এসময় নীতিমালা অনুযায়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকদের ভোটার করে এক নির্বাচনের আয়োজন করা হয়। এতে মনপুরা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন মাতাব্বর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেন। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক যুগ্ন সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল আলম শাহীন ও বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ ছালাউদ্দিন মাষ্টার প্রার্থীতা ঘোষনা করেন।
সভাপতি পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই গোপন ব্যালট ভোটে অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ ৮ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার ৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক মাহবুবুল আলম শাহীন ৮ ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন গনতন্ত্র পুররুদ্ধারের একটি মাইলফলক বলে মন্তব্য করেন দলে ত্যাগী নেতা কর্মীরা। সেইসাথে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র সকল অংগ সংগঠন।