রবিবার, ৩১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুজনের জেলা সভাপতি মো. মোবাশ্বের উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও লালমোহন উপজেলা সমন্বয়কারী মো. জসিম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
এছাড়াও অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।
নাগরিক সংলাপের কী-নোট উপস্থাপন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির লিটন। এসময় উন্মুক্ত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান, সরকারি শাহবাজপুর কলেজের ইসলামী শিক্ষার বিভাগীয় প্রধান প্রভাষক মো. মোস্তফা জামান সোহাগ, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নুরুন নবী সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জামাল, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ মনজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজিব, কোস্ট ট্রাস্টের রাশিদা বেগম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক, লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহার ফারিয়া প্রমূখ।