শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবানে ভোলার লালমোহনে “শান্তি ও সম্প্রীতি র্যালি”
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবানে ভোলার লালমোহনে “শান্তি ও সম্প্রীতি র্যালি”
লালমোহন বিডিনিউজ, লালমোহন-তজুমদ্দিন প্রতিনিধি ॥ “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবানে ভোলার লালমোহনে “শান্তি ও সম্প্রীতি র্যালি” অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ও লালমোহন প্রেসক্লাব’র সহযোগিতায় শনিবার সকালে প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় ভাচ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।
র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দরাসহ সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।