মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বিরোধীয় জায়গায় আদালতের দেয়া স্থিতিতাদেশ অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাতে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড গজারিয়া এলাকার মো. রফিজুল ইসলামের স্ত্রী মোসা. চম্পা বিবি।
জানা যায়, একই এলাকার মৃত আবদুল হক ফরাজীর ছেলে মো. সিরাজ ফরাজী গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় সুবিচার পেতে ২০১৮ সালে মোকাম লালমোহন সিনিয়র সহকারী জজ আদালতের দ¦ারস্থ হন চম্পা বিবি গংরা। আদালতে মামলা চলাকালীন সময়ে ওই জমি দখলের পায়তারা চালায় সিরাজ গংরা। পরে গত ৭ফেব্রুয়ারী বিষয়টি নিয়ে আদালতের দ¦ারস্থ হয়ে ৩ মার্চ পর্যন্ত বিরোধীয় জমির উপর স্থিতিতাদেশ দেন বিজ্ঞ আদালত।
ওই সময়ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিতে ঘর উত্তোলণের চেষ্টা চালায় সিরাজ গংরা। অবশেষে স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়।
দীর্ঘ ৬মাস পর আবারও বিরোধীয় জমি দখলের পায়তারা চালায় সিরাজ গংরা। পরে ১৭ অক্টোবর পুনরায় আদালতের দ্বারস্থ হলে আবারও আগামী ২১ নভেম্বর পর্যন্ত স্থিতিতাদেশ দেয় বিজ্ঞ আদালত।
ভূক্তভোগী চম্পা বিবির অভিযোগ, আদালতের স্থিতিতাদেশ অমান্য করে নিজেদের প্রভাব খাটিয়ে বিরোধীয় জমিতে দালানঘর করছেন সিরাজ ফরাজী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধীয় ওই জমিতে দালান ঘর করছেন সিরাজ ফরাজী।
এসময় জানতে চাইলে সিরাজ ফরাজী বলেন, নিজের জায়গায় ঘর করছেন তিনি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।