বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মা ইলিশ রক্ষায় বেড়ীবাঁধে সচেতনতামূলক সভা ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে মা ইলিশ রক্ষায় বেড়ীবাঁধে সচেতনতামূলক সভা ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না” স্লােগানে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভোলার লালমোহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বেড়ীবাঁধ ঘাট ও নদীর পাড়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সরকারি নির্দেশনা মান্য ও মা ইলিশ রক্ষার্থে স্থানীয় জেলেদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন করা এবং মজুদ করণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাঝে চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।