বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ‘রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকিতে পড়বে নিরাপত্তা ব্যবস্থা’-প্রধানমন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
‘রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকিতে পড়বে নিরাপত্তা ব্যবস্থা’-প্রধানমন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়তে পারে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা। যাতে পুরো অঞ্চলই হয়ে উঠতে পারে অস্থিতিশীল। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ সেপ্টেম্বর) হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে স্থানীয় সময় বিকেলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল তার সরকার। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি করতে জাতিসংঘ এবং অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান তার।