বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভারতের কোভিশিল্ডের স্বীকৃতি দিল যুক্তরাজ্য ॥ লালমোহন বিডিনিউজ
ভারতের কোভিশিল্ডের স্বীকৃতি দিল যুক্তরাজ্য ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভারতের সিরাম ইন্সটিটিউটে তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য।
তবে কোভিশিল্ড নেয়া ব্যক্তিরা যুক্তরাজ্যে প্রবেশ করলে ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়।
এর আগে কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় বিক্ষোভ শুরু হয় ভারতে। ভারতীয়দের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার-কোভিশিল্ড টিকার অন্তত ৭২ কোটি ডোজ দেয়া হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাজ্য ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। এতে কয়েকটি দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেয়া থাকলে আইসোলেশনে থাকার কথা বলা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভারতের।