মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভ্যাকসিন যোগাড়ে অনেক কষ্ট করছে সরকার; বললেন স্বাস্থ্যমন্ত্রী|| লালমোহন বিডিনিউজ
ভ্যাকসিন যোগাড়ে অনেক কষ্ট করছে সরকার; বললেন স্বাস্থ্যমন্ত্রী|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে করোনা মোকাবিলা ও মৃত্যুহার কমানোর জন্য অনেক কষ্ট করেছে সরকার। দুর্লভ ভ্যাকসিন যোগাড় করতেও অনেক কষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
মঙ্গলবার সকালে, শ্যামলীতে ২শ’ ৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে ওয়ানস্টপ টিবি সার্ভিস সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার অনেক বেড়ে গেছে। ২০০৪ সালেও বছরে যেখানে ৭০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যেত। বর্তমানে সেটি ৪৮ শতাংশ কমে ২৮ হাজারে নেমে এসেছে। এখন ৯৫ শতাংশের বেশি রোগী সুস্থ হচ্ছেন। আমাদের আরো উন্নতির সুযোগ রয়েছে। আক্রান্তের হার শূন্যে আনতে হবে। আর এ কাজে সহায়তা করবে শ্যামলীর এই হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র ও ল্যাবরেটরি। সরকারের সফলতায় টিবি আক্রান্তদের মৃত্যুহার ৪৭ শতাংশ কমেছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, এয়ারপোর্টে ঘুরে আসলাম। এখনও কেউ ল্যাব বসায়নি, জায়গাই দিতে পারে না। আমি নিজে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে নিয়ে গিয়েছি। আমাদের জায়গা ভেতরে গিয়ে দেখিয়ে আসতে হলো। জায়গা না দিলে ল্যাব হবে কীভাবে। খোলা মাঠে কি কখনও ল্যাব তৈরি করা যায়? খোলা মাঠে ল্যাব করা যাবে না। এয়ারপোর্টের ভেতরে আমাদের জায়গা দিতে হবে যেখানে ল্যাব করা যাবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।