রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের মাদ্রাসা দপ্তরি, ঢাকায় করেন ড্রাইভারী, বেতন তুলেন মাদ্রাসার!
লালমোহনের মাদ্রাসা দপ্তরি, ঢাকায় করেন ড্রাইভারী, বেতন তুলেন মাদ্রাসার!
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়নের “পূর্ব চরউমেদ আহাম্মদিয়া দাখিল মাদ্রাসা”র নব নিয়োগপ্রাপ্ত দপ্তরি মো. শাহাদাত হোসেন। এ প্রতিষ্ঠানে তিনি চাকুরি করলেও দীর্ঘ তিনমাস যাবত ঢাকায় অবস্থান করছেন তিনি।
শাহাদাত হোসেনের মা ও বোন জানায়, দীর্ঘ তিনমাস যাবত তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত রয়েছেন।
তবে মাদ্রাসা সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন নিয়মিত বেতন তুলছেন।
এ বিষয়ে জানতে দপ্তরি শাহাদাতের মুঠোফোনে কল দিলেও ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।
“পূর্ব আহাম্মদিয়া দাখিল মাদ্রাসা”র সুপার মো. অলিউল্যাহ বলেন, জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ঝামেলা হওয়ায় বোর্ডের কাজে সপ্তাহে তিনদিন যেতে হয়। তাই তাকে ঢাকায় রেখে ওইসব কাজ করানো হয়। তবে দপ্তরি কি করে বোর্ডের কাজ করেন, এমন প্রশ্নের সদোত্তর দিতে পারেননি মাদ্রাসা সুপার অলিউল্যাহ।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহাবুদ্দিন হাওলাদার বলেন, করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ ছিল, সে সুযোগে সে ঢাকায় আছে।