শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের পশ্চিম চরউমেদে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম।। লালমোহন বিডিনিউজ
লালমোহনের পশ্চিম চরউমেদে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : তৃণমূল পর্যায়ের দলীয় কার্যক্রম কে আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করার লক্ষে ভোলার লালমোহনে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ১নং পূর্ব চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ডের সদস্য সংগ্রহের কর্মসূচি নেয় দলটি।
এ লক্ষে প্রতিটি ইউনিয়নে পৃথক সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইচ চেয়ারমন রিমন সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ দফতর আনোয়ারা রাব্বি প্রমূখ।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকগণ দলীয় সদস্য ফরম পূরণ করেন।