বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ফ্রি তে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে “রক্ত দানের অপেক্ষায় লালমোহন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন পৌর শহরের থানার মোড় এলাকায় এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।
এদিন ফ্রী ব্লাড টেস্ট এর পাশাপাশি করোনায় সচেতনতা বৃদ্ধিতে ফ্রী মাস্ক বিতরন করা হয়েছে।
“রক্ত দানের অপেক্ষায় লালমোহন” সংগঠনটির নের্তৃবৃন্দরা জানান, বিনামূল্যে রক্ত পরিক্ষা করে ডোনার তৈরিতে কাজ করছেন তাঁরা, যাতে কেউ রক্তের অভাবে না ভোগে। প্রতিদিন রক্তের জন্য ডোনার খুঁজে মানুষের পাশে দাড়ানোর লক্ষে করছে সংগঠনটি।
ফ্রি তে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন, রক্ত দানের অপেক্ষায় লালমোহন’র উপদেষ্টা ও অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) শামিম রেজা, সংগঠনের সভাপতি সোহেল শিকদার, সহ-সভাপতি আবি আবদুল্লাহ সহ অনেকে।
উল্লেখ্য, করোনায় অসহায় মানুষদের চাল ডাল বিতরণসহ মানবিক কাজ করে আসছে।