মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া ॥ লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাবে আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, মোল্লা জামে মসজিদের খতিব মাও: মোজাম্মেল হক।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি এসবি মিলন, মাহামুদুল হাসান লিটন, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সহসম্পাদক মাহাবুব আলম, রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, দপ্তর সম্পাদক আজীম খান, সদস্য শাহীন আলম মাকসুদ, সদস্য আমজাদ হোসেন, মিজানুর রহমান লিপু, সালাম সেন্টু, অপু হাসান, হাসান পিন্টু, আব্দুল হান্নান, জাহিদুল ইসলাম দুলাল, রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ আহমেদ, সাংবাদিক মনজুর রহমান ও ইব্রাহীম আকাশসহ আরও অনেকে।
উল্লেখ্য, এমপি নুরুন্নবী চৌধুরী শাওন অসুস্থতাজনিত কারণে গত শনিবার রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।