সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে এমপি শাওনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন বিশ্বাসের আয়োজনে লালমোহন জামিয়া ইসলামিয়া মহিউস সুন্নাহ ক্বওমী মাদ্রাসায় দোয়া দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের দ্রুত আরোগ্যলাভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন বিশ্বাস।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত শনিবার রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।