শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলার বাংলাবাজার প্রেসক্লাবে তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া || লালমোহন বিডিনিউজ
ভোলার বাংলাবাজার প্রেসক্লাবে তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা : সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের এম পি তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টন্বর) বিকালে উপশহর বাংলাবাজার প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার প্রেসক্লাব সভাপতি হাওলাদার মাকসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, আমি তার ফ্যামিলি সদস্য হিসেবে তার সাথে যোগাযোগ করেছি। ইনশাআল্লাহ তিনি আপনাদের দোয়ায় আগের চেয়ে সুস্থ্য আছেন। আশা করি তিনি অতি শীঘ্রই আমদের মাঝে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে মনোনিবেশ হবেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব উপদেষ্টা এম এ তাহের, মোঃ নাসির উদ্দিন, এমদাদ হোসেন মাস্টার, প্রেসক্লাব সহ- সভাপতি এম এ মান্নান, সৈয়দ মো: নজরুল ইসলাম ও নির্বাহী সদস্য মাকসুদুর রহমান বাহার। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ অতিথিবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও: নুরুুল করিম।