শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুর লক্ষে মতবিনিময় সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুর লক্ষে মতবিনিময় সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
সভায় বক্তরা বলেন, যেহেতু দীর্ঘ প্রায় ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই সকলকে সরকারি নির্দেশনা অবশ্যই মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে পাঠদান নিশ্চিত করতে হবে এবং রুটিন অনুযায়ী শ্রেণিকক্ষ পরিচালনা করতে হবে।
মনিটরিং টিম, তাপমাত্রা মাপার যন্ত্র, আইসোলেশন বেড, প্রাথমিক চিকিৎসার উপকরণসহ শিক্ষক শিক্ষার্থী সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে।
এ উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের সকল প্রধানগণ।