বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনের ধলীগৌরনগরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী এক কলেজ ছাত্রীকে অপরহরণের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা ধলীগেীনরনগর ৮নং ওয়ার্ড থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং-৭, তারিখ ৮ সেপ্টেম্বর।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ধলীগৌরনগর ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. কাঞ্চন মিয়ার মেয়ে ২০২১ সালে লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে। মহিলা কলেজে পড়াকালীন সময়ে আসা যাওয়ার পথে তাকে প্রায়ই উত্যেক্ত করতো পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলাধীন চাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে সাদমান অপু রুবি। এ বিষয়ে রুবির বাবা-মাকে একাধিকবার জানালেও কোনও ব্যবস্থা নেননি তারা।
করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য লালমোহন এসে প্রাইভেট পড়তো ওই ছাত্রী। এসময়ও তাকে যাতায়াতকালে উত্যেক্ত করতো। এনিয়ে স্থানীয় গণমান্যদের কাছে বিচার দাবি করায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়।
তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে সাদমান অপু রুবি।
এ ঘটনায় রুবি, তার বাবা-মা ও বন্ধুসহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর পিতা মো. কাঞ্চন মিয়া।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামী ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।