বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে পানিতে ডুবে সাঈদ (৪) ও মীম (৩) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদ ওই গ্রামের মো. শাহীনের ছেলে ও মীম মো. জাকিরের মেয়ে। তারা উভয়ে চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে মীম ও সাঈদ খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। এসময় তাদরে স্বজনেরা অনেক খোজাঁখুঁজির পর তাদেরকে পানিতে ভাসতে দেখে।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।