মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ঢাকা | দক্ষিণ আইচা | বিভাগের খবর | রাজধানী | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে পানিতে ডুবে “ইমা” নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। সে উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ ইমাম হোসেন এর মেয়ে।
তারা দুই বোন সে ছোট। তার বাবা ইমাম হোসেন জানায়, ইমা বাড়িতে অন্যান্য মেয়েদেরকে নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। খেলাদুলার একপর্যায়ে সে বাড়ির পুকুরে বোতলে করে পানি আনার জন্য যায়, পুকুর থেকে পানি উঠাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। কিন্তু সে কখন পানিতে পরেছে কেউ তা বলতে পারেননি। পরে মৃত অবস্থা তাকে উদ্ধার করা হয়।