মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এমপি-মন্ত্রীদের সম্পদের হিসাব চাইতে পারবে জনগণ-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
এমপি-মন্ত্রীদের সম্পদের হিসাব চাইতে পারবে জনগণ-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : তথ্য অধিকার আইনে যেকোনো মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব জনগণ চাইতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রীদেরও সম্পদের হিসাব জমা দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কিছু ভুল বুঝাবুঝি থাকলেও কোনও দূরত্ব নেই জানিয়ে প্রতিমন্ত্রী জানান, কাউকে স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোন রীতি নেই।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের আয়োজন মিট দ্য প্রেসে যোগ দিয়ে সাম্প্রতিক নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেণ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পাশপাশি মন্ত্রী এমপিরাও সম্পদের হিসাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, সরকারের কর্মকর্তাদের পাশাপাশি সরকারের মন্ত্রীদেরও হিসাব জমা দেয়া উচিত। তিন বছর পর পর হিসাব জমা দেবেন বলেও জানান মন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম সম্বোধন না করায় বেশ কিছু আপত্তিকর ঘটনার বিষয়েও জানতে চাওয়া হয় জনপ্রশাসন মন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘কর্মকর্তাদের সাথে সুন্দর বা সাবলীলভাবে কেউ কথা বললে তার অর্থ এই না যে তারা ক্ষমতা দেখাতে পারছেন না। সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম সম্বোধন করতে হবে এমন কোনও রীতি নেই।’
আমলাদের কাছে তাদের গুরুত্ব নেই বলে সম্প্রতি বক্তব্য রাখেন বেশ কিছু রাজনীতিক। বেশকিছু জায়গায় রাজনীতিকদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের ঝামেলাও হয়েছে। এসব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান বলেন, ‘কিছু ভুলবোঝাবুঝি হয়তো হয়েছে। তবে কোনো দূরত্ব নেই।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রশাসন ক্যাডারের ৫৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।