মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন পরিবারের ॥ লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন পরিবারের ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী জানান, ‘খালেদা জিয়ার পরিবারের করা আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে।’
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপার্সন। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল বছরের ২৫শে মার্চ সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়। এরপর গত সেপ্টেম্বর এবং চলতি বছরের মার্চে খালেদা জিয়ার পরিবার তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার তা মঞ্জুর করে। সে অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।