সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাংবাদিক মিজানুর রহমান লিপুকে সহকর্মী সাংবাদিকদের শুভেচ্ছা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাংবাদিক মিজানুর রহমান লিপুকে সহকর্মী সাংবাদিকদের শুভেচ্ছা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান লিপু করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ’র ভাইস প্রিন্সিপাল নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী সাংবাদিকগণ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকর্মীর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানাতে প্রেসক্লাব কার্যালয় সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়। এসময় সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন সাংবাদিক মিজানুর রহমান লিপু।
প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সদস্য শাহীন আলম মাকসুদ, সাব্বির আলম বাবু, নুরুল আমিন, তপতী সরকার, জাহিদুল ইসলাম দুলাল, শংজর মজুমদার, সালাম সেন্টু, হাসান পিন্টুসহ আরও অনেকে।