রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রোকেয়া বেগমের স্বামী মো: হারুনের বিরুদ্ধে রেশন কার্ড (১০ টাকা দরের চাল) দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
তবে দীর্ঘদিনেও রেশন কার্ড ও প্রদেয় টাকা না পেয়ে আজ (রবিবার) মুখ খুলেছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহিন নামে এক ভুক্তভোগী।
শাহিন অভিযোগ করেন, প্রায় বছরখানেক আগে রেশন কার্ড করিয়ে দেয়ার কথা বলে সংরক্ষিত ইউপি সদস্যা রোকেয়া বেগমের স্বামী মো. হারুন দম্পত্তির ছেলে রাকিব কে দিয়ে ১৫শত টাকা নেয়ায়। তবে আজও কোনো কার্ড বা প্রদেয় টাকা ফেরত পাননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন মো. হারুন।
তবে ১৫শত টাকা নয়, অভিযোগকারী শাহিন নিজেই ১ হাজার টাকা তার ছেলে রাকিবের কাছে দিয়েছিল বলে স্বীকার করেন ইউপি সদস্যা রোকেয়া বেগম। তিনি বলেন, ছেলে এসে টাকার কথা জানালে টাকা নেয়ায় তাকে রাগারাগি করা হয়।
আর ইউপি সদস্যার ছেলে রাকিব জানায়, শাহিনের কাছ থেকে পাওনা টাকা নিয়েছে সে।
এদিকে শুধু রেশন কার্ডের নামে নয়, এনজিও কর্তৃক স্থানীয় পর্যায়ে বিনামূল্যে প্রদেয় মুরগীর ঘর বিতরণেও টাকা নেয়ার অভিযোগ রয়েছে এ দম্পত্তির বিরুদ্ধে।
এমন অভিযোগ করেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. হেজু মিয়ার ছেলে কবির।
কবির জানায়, মুরগীর ঘর দেয়ার কথা বলে তার কাছ থেকে ২হাজার টাকা নিয়েছে মহিলা মেম্বারের স্বামী মো. হারুন।
তবে এসকল অভিযোগ অস্বীকার করে মো. হারুন জানান, মুরগীর ঘর বিতরণ হয়েছে প্রায় আড়াই তিনবছর আগে। এখনও ৫টি ঘর রয়ে গেছে। তবে কারও কাছ থেকে কোনও টাকা নেয়া হয়নি।
এদিকে সরকারি বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে মহিলা মেম্বারের স্বামী হারুনের টাকা গ্রহণের বিষয়ে ওই এলাকায় ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে। এসব অপকর্ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।