শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিএনপির ৩ কর্মীর উপর হামলা করেছে যুবলীগ ক্যাডাররা
ভোলায় বিএনপির ৩ কর্মীর উপর হামলা করেছে যুবলীগ ক্যাডাররা
ভোলা সংবাদদাতা : ভোলার লালমোহনে বিএনপির ৩ কর্মীকে পিটিয়ে আহত করেছে যুবলীগ ক্যাডাররা। শুক্রবার রাতে পৌরশহরে হাইস্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহরা হলেন, মঞ্জু পাটোয়ারী, লাভলু, ও শাহাবুদ্দিন। তারা পৌর ৯ ওয়ার্ড কাউন্সিলর হাসেম মাস্টারের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন সদর হাসপাতালও পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। এলাকা সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পৌর শহরের লাঙ্গলখালী এলাকায় লালমোহন পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ৯ ওয়ার্ড সভাপতি মঞ্জু পাটোয়ারীর সাথে একই এলাকার কাসেম সৌদাগরের সাথে টাকা লেন দেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিট হয়। এঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে মঞ্জু পাটোয়ারীকে লালমোহন পৌর যুবলীগের অফিসে নিয়ে কয়েক দফা হামলা করে। রাত ৮টার দিকে পৌর শহরের উত্তর বাজার এলাকায় মঞ্জু পাটোয়ারীর ভাই লাভলু ও শাহাবুদ্দিন উপরও হামলা করে ও ক্যাডাররা। পরে ৯ ওয়ার্ড কাউন্সিলর হাসেম মাস্টার মঞ্জু পাটোয়ারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনা অস্বীকার করেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের বলেন, তাদের পারিবারিক লেনদেন নিয়ে বিচারের জন্য একটি গ্রুপ আমার অফিসে নিয়ে আসে।পরে আমি মঞ্জু পাটোয়ারীকে দেখে তারিয়ে দিয়েছি। তাছারা মারামারির সময় আমরা মাননীয় এমপি সাহেব কে নিয়ে নাজীর পুরে ছিলাম ,ঘটনার সাথে আমি বা আমাদের কেউ জরিত নেই বলেও তিনি জানান।