মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জালিয়াতির মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ; এমপিও স্থগিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জালিয়াতির মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ; এমপিও স্থগিত ।। লালমোহন বিডিনিউজ
গত ২৬ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থগিতাদেশ দেয়া হয়। মাদ্রাসাটির সুপারের এক আত্মীয়কে অর্থের বিনিময়ে লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দিতে এমন জাল-জালিয়াতির আশ্রয় নেন সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। ফলে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা।
তবে জাল-জালিয়াতির মাধ্যমে এমপিওভূক্তির আবেদনের বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার সুপার মাওলানা মো. বশির উল্যাহ বলেন, একটি কুচক্রিমহল তার ও সভাপতির স্বাক্ষর নকল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লাইব্রেরিয়ান এমপিও’র আবেদন করে।
সুপার মো. বশির উল্যাহর বিরুদ্বে মাদ্রাসার টিউশনির টাকা আত্নসাতসহ নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের লক্ষ লক্ষ টাকা আদায়েরও অভিযোগ রায়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, তারা নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনভাবেই জড়িত নন। কখন, কোথায় কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা তারা কখনও জানতেও পারেন না।
সভাপতি, সুপার ও নিয়োগ কমিটি মিলে নিয়োগ প্রক্রিয়া করে থাকেন। আজ তাদের অনিয়মের কারণে বেতন-ভাতা বঞ্চিত সকলে।
বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে গত কুরবানীর ঈদ অনেক কস্টে কাটাতে হয়েছে। এসময় যাদের অনিয়মের কারণে পুরো মাদ্রাসার বেতন বন্ধ হয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপাওে জানতে মাদ্রাসার সভাপতি হেদায়েতুল ইসলাম মিন্টুর নাম্বরে বারবার রিং দিলে তা তিনি তা রিসিভ করেননি তিনি।