শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ডোবায় পড়ে গৃহবধূর মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ডোবায় পড়ে গৃহবধূর মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মেয়েকে খুঁজতে বেড়িয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে রোকেয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে লালমোহন পৌর শহরের ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রামের আব্দুল মান্নান কমিশনার সড়কের দায়রা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ ওই বাড়ির ফোরকানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরের দিকে লাশ দাফনের জন্য গৃহবধূর বাবার বাড়ি তজুমদ্দিনের খাসেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
স্বজনরা জানায়, রোকেয়া-ফোরকানের সংসারের কোনো সন্তান ছিল না। তাই তারা একজন মেয়ে পালত। সকালের দিকে ওই মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ বিষয়ে থানায় কেউ সংবাদ দেয়নি।