বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর-স্বাস্থ্যের ডিজি || লালমোহন বিডিনিউজ
গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর-স্বাস্থ্যের ডিজি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।
বুধবার (২৫ আগস্ট) সকালে রাজধানী তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে প্রবাসী চিকিৎসকদের সহায়তার ৫৬১টি পোর্টেবল ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যের ডিজি। সোমবারের মধ্যে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে আসবে বলেও জানান তিনি। আগামী মাসে মডার্না ও ফাইজারের টিকা আসবে বলেও জানান মহাপরিচালক।
খুরশীদ আলম বলেন, ‘বিমানবন্দরের জন্য আরটি পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে।’
এদিকে, ডেঙ্গুর জন্য ৬টি হাসপাতাল নির্ধারণ করা হলেও সোহরাওয়ার্দী ও মুগদা হাসপাতালকেও রোগী না ফেরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানান, খুব শিগগিরই দেশে নতুন একটি ভ্যাকসিনের ট্রায়াল হবে।