মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহন-তজুমদ্দিনে কোনও অপরাধীদের ঠাঁই নেই-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন-তজুমদ্দিনে কোনও অপরাধীদের ঠাঁই নেই-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে কোনও অপরাধীর স্থান নেই। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লালমোহন-তজুমদ্দিন এখন শান্তির জনপদ। এ জনপদ কে যে বা যারা অশান্ত করার অপচেষ্টা করবে, সে যেই হোক, কাউকে ছাড় দেয়া হবেনা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনিষ্টিটিউটে চিকিৎসারত লালমোহন উপজেলাধীন গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিবুল্যাহ মাষ্টারের মেয়ে জান্নাতুন নাইমা কে দেখতে গিয়ে এ হুঁশিয়ারি করেন তিনি।
তিনি আরও বলেন, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া দুর্বৃত্তকারীদের আইনের আওতায় আনতে আমি অঙ্গীকারাবদ্ধ। এসময় অগ্নিদগ্ধ নাইমার চিকিৎসার সার্বিক বিষয়ে ডাক্তারের সাথে আলোচনা করেন তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট উপজেলা পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় দুস্কৃতকারীরা জান্নাতুল ফেরদৌস নাইমার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।