মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষ॥ আহত ১৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষ॥ আহত ১৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংর্ঘের ঘটনায় উভয়পক্ষের ১৩ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনিচল হক মিয়ার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার ছালাউদ্দিন কাঞ্চন মিয়ার ছেলে মাকসুদুর রহমান (৪৫), মামুন (৪০), জাহিদুল ইসলাম মঞ্জু (৩৫), মৃত অহিদুল হক এর ছেলে মফিজুল ইসলাম (৫০), আবুল কাশেম’র ছেলে সবুজ (২৬), মৃত আনিচল হক মিয়ার ছেলে সুমন (৩৫), সিরাজের ছেলে হাচনাঈনসহ রায়হান, নিহান ও ইয়ানুর বেগম।
আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাক্তার ছালাউদ্দিন কাঞ্চন মিয়ার ছেলেদের সাথে একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সিরাজ ও জাকিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকবার বসাবসিও হয়।
আজ মঙ্গলবার সকালে নিজেদের বাড়ির সামনের ওই স্থানে দোকানঘর নির্মাণ শুরু করে ডাঃ ছালাউদ্দিন কাঞ্চন মিয়ার ছেলেরা।
ছালাউদ্দিন কাঞ্চন মিয়ার ছেলে আহত মাকসুদুর রহমান অভিযোগ করেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছালাউদ্দিন শামিম এর নের্তৃত্বে তার লোকজন এসে কাজে বাঁধা দেয় এবং একর্পয়ায়ে তাদের উপর অতর্কিত হামলা করে। এতে তিনজন নারীসহ তাদের ৮জন আহত হয়।
নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ছালাউদ্দিন শামিম জানান, সিরাজ ও মাকসুদ গংদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ। এ নিয়ে থানায় বসাবসি হলে উভয়পক্ষকে কাগজপত্র দাখিল করতে বলা হয়। তবে মাকসুদ গংরা কোনও কাগজপত্র না দেখিয়ে আজ হঠাৎই বিরোধীয় ওই জমিতে দোকানঘর উত্তোলন শুরু করে। সিরাজের অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে সত্যতা দেখে লালমোহন থানার ওসি সাহেবকে জানানো হলে তিনি পুলিশ পাঠাবেন বলে জানান। ইতোমধ্যেই মাকসুদ গংরা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা শুরু করলে আমার স্বজনরাও এগিয়ে আসে। হামলায় আমার ছোট ভাইসহ ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিরোধীয় জমির মালিকানা দাবি করা মো. সিরাজ জানান, ওই জমি সংক্রান্ত বিষয়ে প্রায় ৫মাস পূর্বে থানায় লিখিত অভিযোগ করা হয়। প্রায় ৫/৬বার বসাবসিও হয়। তবে মাকসুদ গংরা কাগজপত্র দেখানোর কথা বলে বারবার সময় নিয়েও কাগজ দেখাতে পারেনি। এভাবে সময় নিয়ে আজ সকালে নিজেদের লোকজন জড়ো করে ওই জমিতে কাজ শুরু করে। এনিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ইতোপূর্বে লিখিত অভিযোগ ছিল। আজও ওই বিরোধে উভয়পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।