সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে ভোলার লালমোহনে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ আগস্ট) রাতে লালমোহন পৌর শহরের ২নং বিট কার্যালয় উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ।
পরে পৌর সভার ৪নং ওয়ার্ডের আরেকটি বিট পুলিশিং সভায় যোগ দেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ বলেন, বিট পুলিশিংয়ের উদ্যোগটি সরাসরি বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ স্যারের। সমাজের প্রত্যন্তাঞ্চলে পুলিশি সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তাই সামাজিক অবক্ষয় রোধে সকলে মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি সমাজ উপহার পাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদসহ আরও অনেকে।