শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলা: উত্তপ্ত সিটি || লালমোহন বিডিনিউজ
বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলা: উত্তপ্ত সিটি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেসনের মেয়রের বিরুদ্ধে মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বরিশাল। ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে করা সংবাদ সম্মেলন, দোষী প্রমাণিত হলে তাকেও শাস্তির আওতায় আনার দাবি জানান।
এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের সব পৌরমেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ করেন, সদরের ইউএনওর নির্দেশে বরিশাল সিটি মেয়রের ওপর গুলি করা হয়। মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এদিকে, হামলার ঘটনায় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে জেলা আওয়ামী লীগ। তবে পুলিশের দাবি, তদন্ত করেই জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।