বুধবার, ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বোরহানউদ্দিনে অস্ত্রসহ দুই জলদস্যু আটক || লালমোহন বিডিনিউজ
ভোলায় বোরহানউদ্দিনে অস্ত্রসহ দুই জলদস্যু আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা : ভোলা বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী গঙ্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু মহসিন বাহিনীর ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার (১৮ আগষ্ট) ভোররাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলে, দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার মৃত জালু রাড়ির ছেলে মোঃ হাসান (৫৫) এবং কুখ্যাত ডাকাত মহসিনের ছেলে মোঃ রাকিব (২৫)।
এ সময় তাদের কাছে তিনটি দেশীয় পিস্তল, চারটি রামদা, পাঁচটি দেশীয় দা, একটি দেশীয় কুড়াল, ছয়টি টর্চ লাইট, একটি বাইনোকুলার, তিনটি মোবাইলসহ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি হএবং ডাকাতির কাজে নিয়োজিত দুইটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান জানান, আমরা গোপন সংবাদদের ভিত্তি খবরপাই ভোলার তেঁতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতি চলছে। ওই এলাকায় কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু বাহিনী সদস্যরা পালিয়ে যেতে থাকে। এসময় সেখান থেকে দুই জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যু ও ডাকাতি দমনে নিয়মিত অভিযান চলমান আছে বলেও জানান তিনি।