বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলীঃ অনেক প্রতিষ্ঠানে নেই ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলীঃ অনেক প্রতিষ্ঠানে নেই ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৭ জুলাই একটি নির্দেশনা প্রদান করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
তবে সরকারের এ নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করতে দেখা যায়নি ভোলার লালমোহনের কয়েকটি প্রতিষ্ঠান কে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক এর লালমোহন শাখা ও টেলিফোন অফিসের ফটকে নেই ড্রপডাউন ব্যানার। এছাড়াও উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া সাব পোস্ট অফিস ও ইউনিয়ন পরিষদ ভবন এবং চরভূতা ইউনিয়নের ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা যায়নি ড্রপডাউন ব্যানার।
নির্দেশনানুযায়ী আগস্টের প্রথমদিন থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১২ দিন পরেও তার লাগানো হয়নি। সরকারী নির্দেশনার প্রতি এমন অবজ্ঞা দেখে সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।
ড্রপডাউন ব্যানার না লাগানোর বিষয়ে জানতে গিয়ে সোনালী ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মোঃ রাশেদ মামুন কে ব্যাংকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।
উত্তরা ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার অলিক কুমার দাস বলেন, ড্রপডাউন ব্যানার সম্পর্কে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে এমন কোনও নির্দেশনা আসেনি।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ জানান, নির্দেশনা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এখন শুনেছেন, তাই ড্রপডাউন ব্যানার লাগানোর ব্যবস্থা করবেন।
আর পশ্চিম চরউমেদ ইউনিয়নের সাব পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার মোঃ আবু তাহের জানান, বিভাগীয় অফিস থেকে তাদেরকে কাগজের তৈরি পোস্টার দেয়া হয়েছে, তা অফিসের ভেতরে লাগিয়েছেন তিনি। তবে নির্দেশনা পাননি বিধায় বাইরে ড্রপডাউন লাগানো হয়নি।
এদিকে নির্দেশনার ১১তম দিন গতকাল বুধবার ড্রপডাউন ব্যানার লাগিয়েছে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ “ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মো. সিরাজুল হক।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, যেসকল প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশনা রয়েছে, সুতরাং প্রত্যেককেই নির্দেশনামত ড্রপডাউন ব্যানার স্থাপন করবে। যদি কেউ না করে থাকে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।