বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
লালমোহনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে ১৫আগস্ট জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী যোগদান করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষে দলীয় নেতাকর্মীসহ সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতে গুরুত্বারোপ করেন এমপি শাওন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।