বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতির পিতাকে হত্যায় পেছন থেকে কলকাঠি নেড়েছিল জেনারেল জিয়া-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
জাতির পিতাকে হত্যায় পেছন থেকে কলকাঠি নেড়েছিল জেনারেল জিয়া-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতাকে স্বপরিবারে হত্যায় পেছন থেকে কলকাঠি নেড়েছেন জেনারেল জিয়া। এরকম পেছনে থাকা সকল যড়যন্ত্রকারীদের মরণোত্তর কিংবা জীবিত বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। নতুন প্রজন্মের কাছে এসব হত্যাকারীদের মুখোশ উম্মোচন করে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সকালে তজুমদ্দিনে উপজেলা কৃষকলীগের আয়োজনে আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী ব্ক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারসহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।