মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেষ দিনেও লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড || লালমোহন বিডিনিউজ
শেষ দিনেও লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিন মঙ্গলবার (১০ আগস্ট) লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকালে লালমোহন পৌর শহরের প্রধান বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। এসময় বিধিনিষেধ অমান্য করায় ৯টি মামলায় দোকানী ও পথচারীসহ ১০জন কে ৮হাজার ৯শত টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
উল্লেখ্য, নভেল করোনা ভাইরাসের সংক্রমণরোধে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, ঈদ উল আযহা উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন পরবর্তী ফের গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে গত ৮ আগস্ট (রবিবার) মন্ত্রীপরিষদ বিভাগ একটি আদেশ জারি করেছে। সে হিসেবে ১৯ দিনের এ বিধিনিষেধ শেষ হচ্ছে আজ ১০ আগস্ট।