সোমবার, ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ “আন্তর্জাতিক আদিবাসী দিবস” || লালমোহন বিডিনিউজ
আজ “আন্তর্জাতিক আদিবাসী দিবস” || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হবে দিবসটি। তবে করোনা মহামারির কারণে আয়োজন থাকবে সীমিত।
আদিবাসী দিবস উপলক্ষ্যে বার্তায় সুবিধা বঞ্চিত মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন
জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস।
প্রতিবছর দিনটি পালনে বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসীরা নিজেদের সংস্কৃতি, ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামেন। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন নানা আয়োজন পালন করে দিবসটি।
১৯৯৪সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনের স্বীকৃতি দেয়া হয়। বাংলাদেশে ২০০৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।